IRO Logo

IRO Bangladesh Open 2025

Individual Registration Form

Please provide your actual date of birth as stated on your birth certificate.

Please provide a valid Bangladeshi mobile number (without +88). Format: 01XXXXXXXXX

Optional but recommended.

Primary Method of Communication: Please provide a valid email address.

Only JPEG or PNG formats are allowed. File size must not exceed 1MB

Only JPEG, PNG and PDF formats are allowed. File size must not exceed 1MB

Mention of class and issue date is mandatory in the submitted document

Submission of both sides of ID card is also compulsory.

Read all terms and conditions to unlock the I agree... check box

রেজিস্ট্রেশন শর্তাবলী

আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই এর শর্তাবলী বিস্তারিত পড়ে নিতে হবে।

১। আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। উল্লেখ্য, যেসকল শিক্ষার্থী আগস্ট ২০২৫ এর মধ্যে এইচএসসি/A2 বা সমমানের কোন পরীক্ষায় অংশ নিয়েছে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। 

২।রেজিস্ট্রেশন করার সময় দলের প্রত্যেক সদস্যের নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড বা পেমেন্ট স্লিপ বাধ্যতামূলক জমা দিতে হবে যেখানে স্পষ্ট করে শ্রেণি (Class) ও ডকুমেন্টটি ইস্যু করার তারিখ উল্লেখ আছে। আইডি কার্ডের ক্ষেত্রে দুই পিঠ (both side) ডকুমেন্টে আপলোড করতে হবে। পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীকে নিজের একটি ফর্মাল ছবি রেজিস্ট্রেশন ফর্মে আপলোড করতে হবে।

৩। এবছর চারটি ক্যাটাগরিতে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ অনুষ্ঠিত হবে -

ক) ক্রিয়েটিভ ক্যাটাগরি

খ) ক্রিয়েটিভ মুভি

গ) ফিজিক্যাল কম্পিউটিং

ঘ) রোবটিকস কুইজ (এটি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশ নয়।)

প্রথম তিনটি ক্যাটাগরিতে ১-৩ জন মিলে একটি দল গঠন করে অংশ নেয়া সম্ভব। তবে একটি দলের সবাইকে একই গ্রুপের অন্তর্ভুক্ত হতে হবে। মোট তিনটি গ্রুপে এই ক্যাটাগরিগুলোতে এবছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে -

ক) জুনিয়র লো (১ম থেকে ৪র্থ শ্রেণি)

খ) জুনিয়র হাই (৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণি)

গ) সিনিয়র (৭ম থেকে ১২শ শ্রেণি)

কোন কারণে একটি দলের সবাই একই গ্রুপের শিক্ষার্থী না হলে সেই দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। দলের কোন শিক্ষার্থীর তথ্য ভুল থাকলে বা আপলোড করা ফাইল যথাযথ না হলেও দলটির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

অপরদিকে রোবটিকস কুইজ একটি একক প্রতিযোগিতা এবং দুইটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-

ক) জুনিয়র (১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি)

খ) সিনিয়র (৭ম থেকে ১২শ শ্রেণি)

৪। রেজিস্ট্রেশনের পর নিম্নোক্ত ধাপসমুহে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে-

ক) অনলাইন প্রাথমিক বাছাই পর্ব - রেজিস্ট্রেশন করা সকল দলকে নিয়ে প্রথমে একটি অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অনলাইন প্রাথমিক বাছাই পর্ব নির্ধারিত গুগল ফর্মে অনুষ্ঠিত হবে ২৯-৩০ আগস্ট ২০২৫। অনলাইন প্রাথমিক বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। এই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা বাংলাদেশ পর্বে অংশ নিবে।

খ) বাংলাদেশ পর্ব-  অনলাইন প্রাথমিক বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা দলদের নিয়ে পরবর্তীতে নিচের শিডিউল অনুযায়ী বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত হবে -

ক্যাটাগরি

তারিখ

প্রতিযোগিতা শুরুর সময়

ক্রিয়েটিভ ক্যাটাগরি

১২ সেপ্টেম্বর ২০২৫

সকাল  ৮ টা

ফিজিক্যাল কম্পিউটিং

১২ সেপ্টেম্বর ২০২৫

সকাল ৮ টা

ক্রিয়েটিভ মুভি

১৩ সেপ্টেম্বর ২০২৫

সকাল ৮ টা

রোবটিকস কুইজ

৩ সেপ্টেম্বর ২০২৫

দুপুর ১২ টা

একইসময়ে অনুষ্ঠিত ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ একটিতে অংশ নেয়া যাবে। তাই যথাযথ শিডিউল বিবেচনা করে দলগুলোকে নিজেদের ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

৫।  প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

দলীয় ক্যাটাগরি (ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি এবং ফিজিক্যাল কম্পিউটিং এর রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ -

পর্ব

দলীয় রেজিস্ট্রেশন ফি

অনলাইন প্রাথমিক বাছাই পর্ব

৫০০ টাকা

বাংলাদেশ পর্ব

২০০০ টাকা

রোবটিকস কুইজের রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ-

পর্ব

একক রেজিস্ট্রেশন ফি

অনলাইন প্রাথমিক বাছাই পর্ব

১০০ টাকা

বাংলাদেশ পর্ব

৫০০ টাকা

একটি দল একাধিক ক্যাটাগরিতে অংশ নিলে প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারিত দিনে অংশগ্রহণ করতে পারবে। তবে বিস্তারিত শিডিউল দেখে একটি দল সিদ্ধান্ত নিবে তারা কোন কোন ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। উল্লেখ্য, রোবট তৈরি ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাবতীয় খরচ প্রতিযোগীদের নিজেদের বহন করতে হবে।

। বাংলাদেশ পর্বের বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এই ক্যাম্পের জন্য একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি থাকবে। এই ক্যাম্পে প্রত্যেক অংশগ্রহণকারীর ইভালুয়েশন হবে ও নিজস্ব যোগ্যতা যাচাই বাছাই করা হবে। ক্যাম্পে থেকে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবার জন্য নির্বাচিত হবে।

। নির্বাচিত বাংলাদেশ দলের জন্য আরও বিভিন্ন প্রশিক্ষণ ও প্র্যাকটিস ক্যাম্পের আয়োজন করা হবে।

নির্বাচিত বাংলাদেশ দলের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য প্রযোজ্য ফি প্রতিযোগীদের প্রদান করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি, ভিসা ফি, অলিম্পিয়াড প্রসেসিং ফি, বিমান ভাড়াসহ যাবতীয় খরচ প্রতিযোগীকে নিজে বহন করতে হবে।